আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    “স্বচ্ছ ও স্বাস্থ্যকর পরিবেশ শিক্ষার জন্য অত্যন্ত জরুরি''।। উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি, 

    গত কয়েকদিন ধরে রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্যের বিভিন্ন স্থানে  হোস্টেল গুলি পরিদর্শন করছেন। সেই অনুসারে রবিবার পশ্চিম ত্রিপুরার চম্পকনগরের বেলবাড়ি এলাকার সেন্ট অ্যান্থনিজ হোম হোস্টেলটি পরিদর্শন করেন তিনি।মন্ত্রী হোস্টেলের প্রতিটি কক্ষে গিয়ে ছাত্র-ছাত্রীদের আবাসন, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও অন্যান্য দৈনন্দিন ব্যবস্থা গুলির খোঁজ খবর নেন।পরিদর্শনের সময় মন্ত্রী বিকাশ দেববর্মা হোস্টেলে একাধিক সমস্যা চিহ্নিত করেন। বিশেষ করে হোস্টেলের পরিকাঠামোগত ঘাটতি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, “স্বচ্ছ ও স্বাস্থ্যকর পরিবেশ শিক্ষার জন্য অত্যন্ত জরুরি। পরিকাঠামো গত দুর্বলতা ছাত্র-ছাত্রীদের মানসিক  স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে এবং তাদের শিক্ষা গ্রহণ প্রক্রিয়াতেও ব্যাঘাত ঘটাতে পারে।মন্ত্রী স্পষ্টভাবে জানান, হোস্টেলের অভ্যন্তরীণ সংস্কারের প্রয়োজনীয়তা রয়েছে। দ্রুত এই  বিষয় গুলির সমাধানে সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে।“এই হোস্টেলের শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের জন্য একটি সুন্দর, নিরাপদ এবং সহায়ক পরিবেশ নিশ্চিত করাই আমাদের কর্তব্য বলে মন্ত্রী জানান। রাজ্যের বিভিন্ন থানে অবস্থিত হোস্টেল গুলি পরিদর্শনের মাধ্যমে মন্ত্রী বিকাশ দেববর্মার মানবিক ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি আবারও প্রতিফলিত হল। স্থানীয়দের অভিমত, তাঁর এই উদ্যোগ ছাত্র-ছাত্রীদের জীবন যাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    Akb tv news 

    13.07.2025


    3/related/default