আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জন সম্পর্ক অভিযান করলেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি, 

    রবিবার রাজধানীর ভলকান ক্লাব এলাকাধীন ২২ নং বুথে জন সম্পর্ক অভিযান করেন বনমালিপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। শনিবার বিধায়ক অভিযোগ তুলেছিলেন পূর্ব থানায় ফোন করা সত্ত্বেও কোন নিরাপত্তার ব্যবস্থা দেয়নি। সেই অভিযোগ অনুসারে রবিবার  ২২ নং বুথে জন সম্পর্ক করার সময় পুলিশ প্রশাসনের তরফ থেকে পুলিশ ও সি আর পি এফ দেওয়া হয় বিধায়কের সঙ্গে l তার জন্য বিধায়ক রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। এদিন জন সম্পর্ক অভিযানে গিয়ে বিধায়ক বলেন, এলাকায় জল নেই, বিদ্যুৎ এর দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, ডিজিট্যাল স্মাট মিটার বসানোর জন্য ১০ হাজার টাকা দিতে হবেl পশ্চিমবঙ্গ সরকার বলছে আমাদের ডিজিটাল স্মার্ট মিটার চাই না। আমি বলছি যদি স্মাট মিটার দিতে হয় তাহলে সরকার থেকে দেওয়া হোক l হত দরিদ্র মানুষ কোথা থেকে দেবেl যে জায়গায় দ্রব্য মূল্য ক্রমশ আকাশ ছোঁয়া হচ্ছে বলে তিনি জানান l

    Akb tv news 

    13.07.2025


    3/related/default