আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মেহের কালীবাড়ি নতুন মন্দির নির্মাণের কাজ খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার ll AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি,

    আগরতলার প্রগতি রোড মেহের কালীবাড়ি নতুন মন্দির নির্মাণের কাজ খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার। শুক্রবার তিনি জানান দ্রুত মন্দিরের কাজ শেষ হবে। পাশাপাশি কের চৌমুনি  কালী মন্দিরের সামনের ড্রেনের কাজও পরিদর্শন করেন তিনি । জানান পূজার আগে পুরা কাজ শেষ হয়ে যাবে।  যা সমস্যা ছিল তা সমাধান হয়ে গেছে। তবে এদিনও তিনি জানালেন  সরকারি জায়গায় যে কোন নির্মাণ কাজ থাকলে জনসাধারণের উন্নয়নের প্রয়োজনে  তা ভেঙ্গে ফেলে সে কাজ ত্বরান্বিত করা হবে। এদিন তিনি বলেন মেহের কালীবাড়ি  মন্দির নির্মাণের কাজ চলছে। যারা মন্দির নির্মাণের দায়িত্বে রয়েছেন তারা বিষয়টি দেখছেন। এদিন তিনি রাজ্যের ভক্তপ্রান জনগণের উদ্দেশ্যে এই মন্দির নির্মাণে সহযোগিতা করার আবেদন জানান। 




    Akb tv news 

    22.08.2025

    3/related/default