নিজস্ব প্রতিনিধি:
শনিবার বাধারঘাটস্হিত দশরথ দেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে রাজ্য স্তরে জাতীয়
ক্রীড়া দিবস-২০২৫ পালন করা হয়। এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী
ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দফতরের মন্ত্রী
টিঙ্কু রায়, সাংসদ রাজীব ভট্টাচার্য, পশ্চিম ত্রিপুরা জেলার জেলা পরিষদের ভারপ্রাপ্ত
সভাধিপতি বিশ্বজিৎ শীল, বিধায়িকা মিনা রানি সরকার ও জিমনাষ্ট দীপা কর্মকার সহ আরও অনেকে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, আমাদের শুধুমাত্র পড়াশুনা করলে চলবে না। পড়াশুনার
পাশাপাশি আমরা যদি খেলাধুলার সঙ্গে আরও বেশি করে যুক্ত হই তাহলে নিজের প্রতিভাকে জাহির
করার সুযোগ পাব। পড়াশুনার মাধ্যমে নিজের প্রতিভাকে যতটা জাহির করা যায়, তার থেকেও খেলাধুলার
মাধ্যমে নিজের প্রতিভাকে আরও বেশি প্রকাশ করা
যায় বলে জানান তিনি। এদিন ফুটবলে কিক মেরে খেলার সূচনা করেন মুখ্যমন্ত্রী।
akb tv news
30.08.2025

