নিজস্ব প্রতিনিধিঃ
ভারতের নিজের আন্তর্জাতিক স্পেস স্টেশন থাকবে। এমনটাই
ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার জাতীয় মহাকাশ দিবসে প্রধানমন্ত্রী
জানান, ভারত নিজস্ব স্পেস স্টেশন তৈরি করার কাজ করছে।সম্প্রতিই আন্তর্জাতিক স্পেস স্টেশনে অভিযানে গিয়েছিলেন ভারতীয় মহাকাশচারী
শুভাংশু শুক্লা। তাঁর মহাকাশ অভিযানের সাফল্যের কথা উল্লেখ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদী ঘোষণা করেন ভারতে মহাকাশচারীদের টিম তৈরি করা হবে। দেশের যুব প্রজন্মকে তিনি ভারতের
মহাকাশ অভিযানে অংশ নিতে বলেন। এদিন প্রধানমন্ত্রী বলেন, “আজ ভারত দ্রুত অ্যাডভান্সড
প্রযুক্তির দিকে এগোচ্ছে। সেমি-কাইরোজেনিক ইঞ্জিন, ইলেকট্রিক প্রপালশনের মত অত্যাধুনিক
প্রযুক্তি তৈরি করছে। শীঘ্রই আপনাদের সকল বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম সফল হয়ে ভারত গগনযান
মিশনে যাবে। আগামিদিনে ভারত নিজস্ব স্পেস স্টেশন তৈরি করবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ
করেন।”
Akb tv news
23.08.2025