স্বপ্ন আমার চোখের পাতায়।
স্বপ্ন আমার বুকে।
স্বপ্ন আমার হৃদয় জুড়ে,
নিত্য খেলা করে।
গভীর রাতের স্বপ্ন আমার ঘোরতর বর্ষা ,
ঘনঘোর গভীর রাতের
স্বপ্ন আমার ডোবায় উঠোন দোর।।
স্বপ্নে ডুবি,স্বপ্নে ভাসি,স্বপ্নে গাঁথি মালা,
স্বপ্ন দিয়ে বাগান গড়ি,স্বপ্ন ফুল এর ডালা।।
স্বপ্নে যে রোজ ফুল পরীরা
আমার দোরে আসে,
আমায় নিয়ে দু'হাত ধরে আকাশেতে ভাসে।।
স্বপ্ন আমার এমনি ধারা পাইনি যে তার কূল-কিনারা,
অকূল মাঝে খুঁজে বেড়াই,হয়ে পাগলপারা।
স্বপনের সিঁড়ি বেয়ে চলে যাই, জীবনের অবসন্ন বেলা।।
-সংঘমিত্রা ভট্টাচার্য
আগরতলা
আরশিকথা সাহিত্য
ছবিঃ সৌজন্যে ইন্তারনেট
১৭ই আগস্ট, ২০২৫