আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রক্তদান শিবিরে ড্রাগ মাফিয়াদের কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।। AKB TV News

    আরশি কথা



     নিজস্ব প্রতিনিধিঃ 

    শনিবার এডি নগরস্থিত অরবিন্দ সংঘের রক্তদান শিবিরে উপস্থিত থেকে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী রাজ্যে ড্রাগ মাফিয়াদের কড়া হুঁশিয়ারি দিলেন।  তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, এখনো সময় আছে শুধরে নিতে, নতুবা ভালভাবে চলতে গেলে যা যা করার দরকার এই সরকার তা সবকিছু প্রয়োগ করবে বলে সাফ জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকার সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সবকা বিকাশ এই মন্ত্র নিয়ে চলছে। প্রধানমন্ত্রী হর ঘর তিরঙ্গা’র যে শ্লোগান দিয়েছেন এর মধ্যে একটা সম্পর্ক জুড়ে রয়েছে। জাতীয় পতাকার সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। হর ঘর তিরঙ্গা  কার্যক্রম পুরো ১০০ শতাংশ সফল হয়েছে বলে এদিন বলেন তিনি। তিনি এদিন বলেন যে এই রাজ্যে জোট আমলে পাঁচ  বছর কংগ্রেস সরকার ছিল আর ৩৫ বছর সিপিএম সরকার ছিল । রাজ্যে ওরা শুধু জনগণের ফায়দা লুটেছে , উন্নয়নমূলক কাজ করেনি । শুধু রাজনীতি করেছে। কিন্তু এই সরকার রাজ্যের জনগণের উন্নয়নে কাজ করে চলছে। এই অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিধায়িকা মিনা রানি সরকার, স্থানীয় কর্পোরেটর সহ এলাকার বিশিষ্ট জনরা। 



    Akb tv news  

    16.08.2025

    3/related/default