নিজস্ব প্রতিনিধিঃ
গত দিন আগে বৃষ্টি শুরু হয়েছে মুম্বাইয়ে।
সোমবারও বাণিজ্যনগরী জুড়ে অব্যাহত রয়েছে বর্ষণ। প্রবল বৃষ্টির কারণে শহরের সব স্কুল-কলেজে ছুটি ঘোষণা
করেছে মুম্বই পুর নিগম। বিভিন্ন এলাকায় জল জমে পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করেছে। ভারতীয়
আবহাওয়া দপ্তর মুম্বাইয়ে ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে।শহরের বহু
জায়গায় জল জমে যানজটের সৃষ্টি হয়েছে। ফলে নিত্য যাত্রীদের পড়তে হয়েছে ভোগান্তিতে।
ভিলে পার্লে এলাকার ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে যান চলাচল ব্যাহত হয়। সিয়ন এলাকার
গান্ধী মার্কেটে জল জমেছে। আন্ধেরি সাবওয়ে
জলমগ্ন হয়ে যাওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়।প্রবল বৃষ্টির কারণে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল
কর্পোরেশন সোমবার শহরের সব স্কুল-কলেজে ছুটি ঘোষণা করেছে। মিউনিসিপ্যাল কমিশনার ভূষণ
গগরানি সমস্ত নাগরিক দপ্তরকে বিপর্যয় মোকাবিলায় সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
যানজটের কারণে যাতে নাগরিক জীবন ব্যাহত না হয় তা সামলাতে তৎপর মুম্বাই পুলিশ। পরিস্থিতি
সামলা দিতে বহু পুলিশ মোতায়েন রয়েছে মুম্বইয়ের রাস্তায়। গোটা বিষয়টা উচ্চ পদস্থ আধিকারিকদের
নজরদারিতে রয়েছে।
Akb tv news
18.08.2025