নিজস্ব প্রতিনিধিঃ
ক্ষমতাসীন এনডিএ জোট তাকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করার পর সোমবার মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণ দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এদিন তিনি এনডিএ-র বিভিন্ন সভায় অংশ নিতে এখানে এসেছিলেন এবং বেশ কয়েকজন নেতার সাথে দেখাও করেছেন। সাক্ষাতের পরই প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, "থিরু সিপি রাধাকৃষ্ণণ’জির সাথে দেখা হয়েছে। এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য আমি শুভেচ্ছা জানাই। তাঁর দীর্ঘ বছরের জনসেবা এবং বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞতা আমাদের জাতিকে ব্যাপকভাবে সমৃদ্ধ করবে। তিনি যেন সর্বদা যে নিষ্ঠা এবং দৃঢ়তার সাথে জাতির সেবা করে চলেছেন, সেই একই নিষ্ঠা এবং দৃঢ়তার সাথে জাতির সেবা করে যান।"
Akb tv news
18.08.2025