আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    চিকিৎসকের গাফিলতির কারনে মর্মান্তিক মৃত্যু ৯ বছরের এক শিশু কন্যার ।। AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধিঃ 

    ফের এক চিকিৎসকের গাফিলতির কারনে মর্মান্তিক মৃত্যু হল ৯ বছরের এক শিশু কন্যার।তার নাম অস্মি মজুমদার।এই অভিযোগ উঠল বাইখোরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক রণদীপ ভৌমিকের বিরুদ্ধে।অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃত শিশু কন্যার বাবা সহ গোটা পরিবার।বিষাক্ত কিছু কামড় দেওয়ায় রবিবার রাত আনুমানিক দশটা নাগাদ শান্তির বাজার মহকুমার চরকবাই মধ্যপাড়ার সঞ্জীব মজুমদারের মেয়ে অস্মি মজুমদারকে বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। ওই সময় ইমারজেন্সিতে ছিলেন চিকিৎসক রণদীপ ভৌমিক। অস্মি মজুমদারের বাবার অনুযায়ী জানা যায়, বিষাক্ত কিছু কামড় দিয়েছে অস্মির পায়ে। চিকিৎসক রণদীপ ভৌমিককে বিষয়টি জানালে তিনি প্রেসক্রিপশনে WBCT রক্ত পরীক্ষা দেন। কিন্তু হাসপাতালে এই রক্ত পরীক্ষার ব্যবস্থা নেই। ওই চিকিৎসক অস্মিকে হাসপাতালে ভর্তি না রেখে বাড়িতে পাঠিয়ে দেয় তিনটি ইনজেকশন দিয়ে। প্রথমে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করেনি ডঃ রণদীপ ভৌমিক। বাড়িতে নিয়ে আসার পর অস্মির শরীরের রং পাল্টাতে থাকলে আবার পুনরায় বাইখোরা হাসপাতালে নিয়ে আসে তাকে। তখন শান্তি বাজার জেলা হাসপাতালে রেফার দেওয়া হয় তাকে।শান্তির বাজার জেলা হাসপাতালে গিয়ে রক্ত পরীক্ষা করার পর জানা যায় অস্মির শরীরে বিষাক্ত কিছু কামড় দিয়েছে।রক্তের সাথে মিশে গেছে সেই বিষ।পরবর্তী সময়ে শান্তির  বাজার জেলা হাসপাতালের চিকিৎসক এনটি ব্যানাম দিয়ে জিবি হাসপাতালে রেফার করলে জিবি হাসপাতালে নেওয়ার পর অস্মি মৃত্যুর কোলে ঢলে পড়ে।মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়েন অস্মির বাবা। তার স্বপ্ন ছিল মেয়েকে উচ্চ শিক্ষিত করবে। তাই নিজে দিন মজুরি করে মেয়েকে  ইংরেজি মাধ্যম স্কুলে পড়াচ্ছিলেন। তার সব স্বপ্ন শেষ বলে তিনি জানান।



    Akb tv news  

    18.08.2025

    3/related/default