নিজস্ব প্রতিনিধিঃ
দীর্ঘ সময় রোগ ভোগের পর প্রয়াত হলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল
সত্যপাল মালিক।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন
তিনি। গত ১১ই মে থেকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
মঙ্গলবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য, ২০১৮ সালের ২৩শে আগস্ট থেকে
২০১৯ সালের ৩০শে অক্টোবর পর্যন্ত জম্মু- কাশ্মীরের রাজ্যপাল ছিলেন সত্যপাল।সত্যপাল
মালিকের আমলেই ২০১৯ সালের ৫ই আগস্ট ৩৭০ ধারা
বাতিল করা হয় এবং জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার বিলুপ্তি ঘটে। তা দুটি কেন্দ্রশাসিত
অঞ্চলে বিভক্ত হয়- জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। প্রসঙ্গত, মঙ্গলবারই এই সিদ্ধান্তের
ষষ্ঠ বছর পূর্ণ হয়।এই দিনেই সত্যপাল মালিক
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
Akb tv news
05.08.2025