নিজস্ব প্রতিনিধিঃ
দেশে বেসরকারিকরণের কুফল বা কু-প্রভাব। গত
পাঁচ বছরে কাজ হারিয়েছেন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার লক্ষাধিক কর্মী। লোকসভায় এক
প্রশ্নের জবাবে এই তথ্য দিয়েছে কেন্দ্র।কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের আমলে
বেসরকারিকরণের অভিযোগ নতুন কিছু নয়। রেল থেকে বিমান, কয়লা থেকে এলআইসি, সব কিছুতেই
বিকেন্দ্রীকরণের পথে হেঁটেছে এই সরকার। এমনকী সেনার অধীনে থাকা সৈনিক স্কুলও ব্যতিক্রম
হয়নি। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলে দেশে ইতিমধ্যেই বেশ কিছু সৈনিক
স্কুল তৈরি হয়েছে। সার্বিকভাবে প্রায় সব ক্ষেত্রেই কম বেশি বেসরকারিকরণের পথে হেঁটেছে
মোদি সরকার। যার অবধারিত ফলাফল হল, কর্মীদের উপর অতিরিক্ত কাজের চাপ এবং ছাঁটাই।
এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অতি সম্প্রতি লোকসভায় একটি লিখিত জবাবে সামাজিক
ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল বর্মা জানান, কেন্দ্রের নিয়মিত কর্মচারীর
সংখ্যা ২০১৯-’২০ সালে ৯.২ লক্ষ থেকে কমে ২০২৩-’২৪ সালে ৮.১২ লক্ষে দাঁড়িয়েছে। অর্থাৎ
মাঝের পাঁচ বছরে লক্ষাধিক কর্মী চাকরি হারিয়েছেন। তবে এই পাঁচ বছরে অনগ্রসর শ্রেণির
চাকরি সংখ্যা ১.৯৯ লক্ষ থেকে বেড়ে ২.১৩ লক্ষ
হয়েছে বলে তিনি জানান।
Akb tv news
23.08.2025