নিজস্ব প্রতিনিধি:
ইস্তফা দেওয়ার পর কার্যত
নিখোঁজ ছিলেন দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। ইস্তফার পর জনসমক্ষে দেখা
যায়নি তাঁকে। এবার ফের খবরের শিরোনামে তিনি। প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে
পেনশনের আবেদন জানালেন ধনকড়। তাৎপর্যপূর্ণভাবে প্রাক্তন উপরাষ্ট্রপতি হিসাবে
একাধিক সরকারি সুবিধা পাওয়ার কথা ধনকড়ের। সেই সুবিধার জন্য এখনও তিনি আবেদন করেননি
বলে খবর। প্রসঙ্গত, রাজনৈতিক জীবনের শুরুটা ধনকড় কংগ্রেস থেকেই করেছিলেন।
১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজস্থানের আজমেঢ় জেলার কৃষ্ণগড় বিধানসভায় কংগ্রেসের
টিকিটে বিধায়ক ছিলেন তিনি। পরে যোগ দেন বিজেপিতে। পরে সাংসদ হয়েছেন। কেন্দ্রের মন্ত্রী
হয়েছেন। পশ্চিম বাংলার রাজ্যপাল হয়েছেন।এরপর উপরাষ্ট্রপতির চেয়ারও সামলেছেন। কিন্তু
কংগ্রেসের টিকিটে জিতে আসা বিধায়ক হিসাবে তিনি পেনশনের আবেদন করলেন।
Akb tv news
30.08.2025

