আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    হড়পা বান ও মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর।। নিহত ১১।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি:

    ফের হড়পা বান ও মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর। শুক্রবার থেকেই টানা বৃষ্টি হচ্ছে  এই অঞ্চলে। শনিবারের মেঘভাঙা বৃষ্টিতে নিহত হন ১১ জন। জলের তোড়ে বাড়ি ভেসে যাওয়ায় নিখোঁজ বহু মানুষ।জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলায় শুক্রবারের ধসে ভেঙে পড়ে একটি বাড়ি। একই বাড়িতে মৃত্যু হয় সাতজনের। এর মধ্যে পাঁচজনই শিশু। শনিবার তাদের দেহ উদ্ধার করা হয়। অন্যদিকে রামবানে মেঘভাঙা বৃষ্টি থেকে হওয়া হড়পা বান ভাসিয়ে নিয়ে যায় রাজগড় এলাকার দুটি বাড়ি। সেখানেই মৃত্যু হয় চারজনের, নিখোঁজ আরও চারজন।সরকারি সূত্রে জানা গিয়েছে, বন্যায় ভেসে গিয়েছে আশপাশের অঞ্চলের বহু ঘরবাড়ি। ঘটনার পরই দ্রুত উদ্ধারকাজে নেমেছে প্রশাসন। পাশাপাশি অস্থায়ী ত্রাণ কেন্দ্রও চালু করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, “রামবানের জেলা শাসকের সঙ্গে কথা হয়েছে। রামবানের মেঘভাঙা বৃষ্টিতে চারজনের মৃত্যু হয়েছে। একজনের খোঁজে তল্লাশি চলছে।”বিপর্যস্ত উপত্যকায় বন্ধ রয়েছে রেল যোগাযোগ। জানা যায়নি কবে খুলবে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক। জম্মু অঞ্চলে ৩০ আগস্ট পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বন্যা পরিস্থিতি পর্যালোচনা করেন। ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ”এই অঞ্চল অল্পের জন্য একটি বড় সংকট থেকে রক্ষা পেয়েছে।” আরও বড় দুর্যোগের আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। শনিবার ফের হরপা বানের কবলে পড়ে উপত্যকা।পরিস্থিতি নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী।  

     




    Akb tv news 

    30.08.2025




    3/related/default