নিজস্ব প্রতিনিধিঃ
শনিবার রাজধানীর নজরুল কলাক্ষেত্রে এক অনুষ্ঠানের মাধ্যমে পাঁচদিন
ব্যাপী উত্তর-পূর্ব এন এস এস উৎসবের সূচনা হয়।এদিন প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করেন
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের
যুব বিষয়ক ক্রীড়া দফতরের মন্ত্রী টিঙ্কু রায় ও তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব প্রদীপ
চক্রবর্তী সহ রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দফতরের অন্যান্য আধিকারিকরা।রাজ্যের যুব বিষয়ক
ক্রীড়া দফতরের ত্রিপুরা স্টেট এন এস এস সেল এই উত্তর-পূর্ব এন এস এস উৎসবের উদ্যোক্তা।
আগামী ২৭শে আগস্ট পর্যন্ত চলবে এন এস এস উৎসব। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন,
সব সময় একে অপরের সঙ্গে সৌভাতৃত্ববোধ মনোভাবনা নিয়ে চলতে হবে। পাশাপাশি সবকিছুতে ঐক্য
থাকতে হবে।বর্তমানে সব পরিবার ছোট হয়ে গেছে। এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে
একে অপরের হয়ে বাঁচতে হবে। একে অপরকে সাহায্য করতে হবে। এই ভাবনা সকল যুবাদের থাকতে
হবে। এটা যদি আমরা ছাত্র জীবন থেকেই অভ্যাস করি তাহলেই এটা সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী
জানান।এদিন অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সহ পড়ুয়ারা উপস্থিত ছিলেন।
Akb tv news
23.08.2025