নিজস্ব প্রতিনিধিঃ
মর্মান্তিক পথ দুর্ঘটনা।নায়াগ্রা
জলপ্রপাত দেখে ফেরার পথে নিউইয়র্ক স্টেট হাইওয়েতে বাস উল্টে কমপক্ষে ৫ জনের মৃত্যু
হয়েছে। ওই বাসটিতে ভারতীয় নাগরিকদের পাশাপাশি চিন ও ফিলিপিন্সের নাগরিকরাও ছিলেন। চালক
নিয়ন্ত্রণ হারানোয় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। ঘটনায় বেশ কয়েকজন আহত
হলেও তারা বিপন্মুক্ত বলে পুলিশ জানিয়েছে। বাসটিতে মোট ৫৪ জন যাত্রী ছিলেন।শুক্রবার
কানাডা সীমান্তে নায়াগ্রা জলপ্রপাত দেখতে গিয়েছিলেন তাঁরা। রাতে সেখান থেকে ফেরার পথে
দুর্ঘটনাটি ঘটে।পেমব্রুকের কাছে বাসটি উল্টে যায়। নিউইয়র্ক পুলিশ কমান্ডার জানিয়েছেন,
চালক বাসের নিয়ন্ত্রণ হারানোতেই দুর্ঘটনাটি ঘটেছে। বাসে কোনও রকম যান্ত্রিক ত্রুটি
ছিল না। চালকও মদ্যপ অবস্থায় ছিলেন না বলে তিনি জানান। দুর্ঘটনার পর উদ্ধার কাজে ৮টি হেলিকপ্টার নামানো হয়। তবে
নিহতদের মধ্যে কতজন ভারতীয়, তা এখনও জানা যায়নি।
Akb tv news
23.08.2025