আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ২০২৪ সালের ভয়াবহ বন্যায় সর্বাধিক ক্ষতির সম্মুখিন হয়েছিল মৎস্য চাষীরা।। মন্ত্রী সুধাংশু দাস ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    জেলা ভিত্তিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের আর্থিক সহায়তা প্রদান ও মৎস্য চাষীদের সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে।রাজ্যের মৎস্য দপ্তরের উদ্যোগে হয় এই অনুষ্ঠান।সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মিনা রানী সরকার ও বিধায়িকা অন্তরা দেব সরকার সহ অন্যান্যরা।অনুষ্ঠানে মন্ত্রী সহ উপস্থিত অথিতিরা জেলা ভিত্তিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের আর্থিক সহায়তা প্রদান করেন এবং মৎস্য চাষীদের বিভিন্ন সামগ্রী বিতরণ করেন।অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ২০২৪ সালে আমাদের রাজ্যে যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই ভয়াবহ বন্যায় আমাদের রাজ্যের মৎস্য চাষি থেকে শুরু করে ধান চাষি ,সবজি চাষি, ফল চাষি তারা সকলেই কিন্তু ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। সেক্ষেত্রে অধিকাংশ ক্ষতির সম্মুখিন হয়েছিল মৎস্য চাষিরা। আমাদের রাজ্যের দক্ষিন ত্রিপুরা জেলা, গোমতী জেলা, সিপাহিজলা, পশ্চিম ত্রিপুরা জেলা ও উনকোটি জেলার কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছিল বন্যায় বলে তিনি জানান।    




    Akb tv news  

    23.08.2025


    3/related/default