নিজস্ব প্রতিনিধি:
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর মন কি বাত অনুষ্ঠানের ১২৫ তম পর্ব
সম্প্রচার করা হয়। সারা দেশের সঙ্গে রাজ্যেও
মোদিজীর মন কি বাত অনুষ্ঠান শ্রবণের ব্যবস্থা করা হয়। এদিন রাজধানীর আস্তাবল সংলগ্ন
ভেটেরিনারি অফিসে ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মন কি বাত অনুষ্ঠানের
আয়োজন করা হয়। পশু চিকিৎসকদের সঙ্গে বসে মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেন মন্ত্রী সুধাংশু
দাস। পাশাপাশি মন্ত্রী এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রাণি সম্পদ বার্তার আনুষ্ঠানিক প্রকাশ করেন। সংবাদ
মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই প্রথমবার ত্রিপুরা ভেটেনারি ডক্টরস অ্যাসোসিয়েশন
ও ত্রিপুরা ভেটেনারি কাউন্সিলের যৌথ প্রচেষ্টায় মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই মন কি বাত অনুষ্ঠানে যারা যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
মন কি বাত অনুষ্ঠান এখন উৎসবে পরিণত হয়েছে রাজ্যে।এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে
আমরা দেশের অগ্রগতি, কৃষ্টি, সংস্কৃতি, আধ্যাত্মিক পরিকাঠামো এর বাইরেও দেশের ক্রীড়া
জগতে কিভাবে মানুষ উন্নয়ন করছে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
Akb tv news
31.08.2025