নিজস্ব প্রতিনিধি:
রবিবার ছিল প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান। এদিন রাজ্যের সব কয়টি মণ্ডলের
সঙ্গে সঙ্গতি রেখে ৪ বড়জলা মন্ডলের ১১নং বুথের উদ্যোগে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের
১২৫তম পর্ব স্রবণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও মন্ডল
সভাপতি রাজিব সাহা সহ মন্ডলের অন্যান্য কর্মকর্তারা। মন কি বাত অনুষ্ঠানে মন্ত্রী সংবাদ
মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজ প্রধানমন্ত্রীর
মন কি বাত অনুষ্ঠানের ১২৫তম পর্ব সম্প্রচার করা হয়েছে। সারা দেশের প্রতিটি রাজ্যের
প্রতিটি বুথে এই মন কি বাত অনুষ্ঠান শোনা হয়েছে। প্রতি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়। মন কি বাত অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে দেশের প্রতিটি রাজ্যের সঙ্গে প্রতিটি রাজ্যকে
যুক্ত করা।প্রতিটি রাজ্যের ভাষা সংস্কৃতি খাদ্যাভাস সহ অন্য রাজ্যের জনগণকে জানা এবং
দেশের প্রতিনিয়ত যে কর্মকাণ্ড গুলি চলছে তা জনসমক্ষে তুলে ধরা ও জনগণকে অয়াকিবহাল করা।এই
মন কি বাতের জনপ্রিয়তা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।এই অনুষ্ঠানের জন্য প্রতি মাসের শেষ
রবিবারের অপেক্ষায় সকলে থাকে বলে তিনি জানান।
Akb tv news
31.08.2025