পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, মেম্বার, চেয়ারম্যান ও সভাধিপতিদের শত্রুপক্ষ চিহ্নিত করাতে গিয়ে সংবাদ মাধ্যমকেও শত্রুপক্ষের তালিকায় জুড়ে দিলেন রাজ্যের নতুন মন্ত্রী তথা উচ্চশিক্ষা দপ্তর ও পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। সোমবার পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে আয়োজিত পঞ্চায়েত রাজ ট্রেনিং হলে দু’দিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মন্ত্রী।মন্ত্রী তার ভাষণে বলেন, আমরা চেয়ারম্যান হয়েছি, আমরা সভাধিপতি হয়েছি, আমাদের প্রত্যেকের পেছনে যে শত্রু আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে।সে বিরোধী দলেরও হতে পারে, আমাদের দলেরও হতে পারে আবার অন্যান্য সংবাদ মাধ্যম থেকে শুরু করে যেকোন মাধ্যমের হতে পারে। তাই সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে বলে তিনি জানান l
akb tv news
01.09.2025