আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মন্ত্রী রতন লাল নাথের পৌরহিত্যে পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধিঃ

    পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সাধারণ সভা শুক্রবার পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভার পৌরহিত্য করেন মন্ত্রী রতন লাল নাথ, তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারাণী সরকার ও স্বপ্না দেববর্মা, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। জিলা পরিষদের সন্মানিত সদস্য  সদসাগন, পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যানগন, বিভিন্ন ব্লকের ব্লক আধিকারিকগন এবং পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সংশ্লিষ্ট বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিকগন। প্রতি তিন মাস পর পরই জেলা পরিষদের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ গঠিত হওয়ার পর দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয় শুক্রবার।  সভার শুরুতে সভার সভাপতি তথা পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের  ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল  সভায় উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যবিবরনী শুরু করেন এবং আলোচনাক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জানা যায়  সভার শুরুতে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান 2025-26 নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বি ডি ও বামুটিয়া, মোহনপুর, জিরানিয়া ওল্ড আগরতলা, ঢুকলী আর ডি ব্লককে বলা হয় আগামী ২-৩ দিনের মধ্যে জিলা পরিষদের জন্য প্ল্যান তৈরী করে প্রেরন করার জন্য। প্রত্যেক ব্লকের বিডিও'দের বলা হয়, এই মাসের মধ্যে ব্লকে জেনারেল বডি মিটিং করার জন্য এবং ব্লকের আধিকারিকরা যাতে কার্যকরী পদক্ষেপ গ্রহন করে। পশ্চিম জেলার অর্ন্তগত সমস্ত লাইন ডিপার্টমেন্টের উদ্দেশ্যে বলা হয়, যেখানে ২৯টি লাইন দপ্তর রয়েছে ,  তারা যাতে তাদের বার্ষিক অ্যাকশান প্ল্যান তৈরী করার পূর্বে স্ব-স্ব পঞ্চায়েত সমিতির সাথে অবশ্যই যোগাযোগ করে এবং পঞ্চায়েত সমিতির সম্মতি নিয়ে, এরপর জিলা পরিষদের চূড়ান্ত সম্মতি  নিয়ে তাদের উর্ধ্বতন (Chief Enginner Office) কর্তৃপক্ষের নিকট প্রেরন করে। পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের অর্থায়নে যে সকল প্রকল্পগুলি বিভিন্ন দপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে অথবা হচ্ছে সেই সকল কাজের পেন্ডিং ইউ.সি গুলি অতিসত্ত্বর জিলা পরিষদে প্রেরন করার জন্য সভা থেকে দপ্তর আধিকারিকদের বলা হয়। পরবর্তীতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শেষে মন্ত্রী রতন লাল নাথ উনার বক্তব্য পেশ করেন। এদিন তিনি সংবাদ মাধ্যমে এ সম্পর্কে অবগত করেন। 



    Akb tv news  

    08.08.2025

    3/related/default