আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    এসি মেশিনের তাড় সহ আটক এক চোর ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    আগরতলা শহরের বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া এসি মেশিনের তাড় সহ ১ চোরকে আটক করেছে পশ্চিম থানার পুলিশ। সোমবার সংবাদ মাধ্যমে এবিষয়ে বিস্তারিত জানালেন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি।তিনি জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বটতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরজিত দেব ও পশ্চিম থানার পেট্রোলিং অফিসার গোবিন্দ সিনহা গতকাল রাতে একটি অভিযান চালিয়ে চুরি যাওয়া এসি মেশিনের তাড় সহ ১ চোরকে আটক করে। ধৃতের নাম নূর ইসলাম হোসেন। পুলিশ রিমান্ড চেয়ে তাকে আজ আদালতে হাজির করা হয়। তার কাছ থেকে আমরা এসি মেশিনের তাড় গুলি বাজেয়াপ্ত করেছি বলে তিনি জানান।



     Akb tv news  

    18.08.2025


    3/related/default