আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রক্তদানের মাধ্যমে মনের মধ্যে একটা আধ্যাত্মিক ভাবনার উদয় হয়।। মুখ্যমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধিঃ 

    রোটারি ক্লাব অফ অ্যাস্পায়ারিং আগরতলা, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর সহযোগিতায় আদরনি  সিআরপিএফ - এর গ্রুপ সেন্টারে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি আর পি এফ এর ত্রিপুরা সেক্টরের আই জি পি বিমল কুমার বিস্ত, রাজ্য সরকারের স্বাস্থ্য অধিকর্তা অধ্যাপক ডাঃ  তপন মজুমদার প্রমুখ। জানা গেছে  স্থানীয় ব্লাড ব্যাংকগুলিতে রক্ত সরবরাহের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা বজায় রাখার লক্ষ্যে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে  সিআরপিএফ কর্মী এবং রোটারিয়ানরা অংশগ্রহণ করে। এদিনের এই রক্তদান শিবিরে রোটারিয়ান  সঞ্জীবন দত্ত মৃত্যুর পরে তাঁর দেহ আগরতলা সরকারি মেডিকেল কলেজে দান করার প্রতিশ্রুতি প্রদান করে।  এই রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অফ অ্যাস্পায়ারিং আগরতলার সভাপতি ডঃ দামোদর চ্যাটার্জী, সচিব ঝুমুর বণিক সেনগুপ্ত ,সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরে এদিন মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে রক্তদানের মাধ্যমে মনের মধ্যে একটা আধ্যাত্মিক ভাবনার উদয় হয়। মনে হয় যেন এর মাধ্যমে আমরা ঈশ্বরের খুব কাছে আছি। এখানে নারী পুরুষ ধর্ম ইত্যাদির কোন স্থান নেই। রক্তের তো কোন জাত ধর্ম হয় না। আমরা হয়ত বিভিন্ন মতের বিশ্বাসী হয়ে থাকি। কিন্তু রক্তদানের মাধ্যমে এটাই প্রতিফলিত হয় আমরা সবাই এক। 



    Akb tv news  

    17.08.2025

    • নবীনতর

      রক্তদানের মাধ্যমে মনের মধ্যে একটা আধ্যাত্মিক ভাবনার উদয় হয়।। মুখ্যমন্ত্রী।। AKB TV News

    3/related/default