নিজস্ব প্রতিনিধি,
ক্রমশ ভয়াবহ রূপ ধারন করছে চিনের বন্যা। বিরামহীন
ঝড়বৃষ্টিতে কমপক্ষে ৬০ জনের উপর মৃত্যু হয়েছে।শুধুমাত্র বেজিংয়েই গত সপ্তাহে ৪৪
জনের মৃত্যুর খবর জানা গিয়েছে। বহু বছরের মধ্যে চিনকে এমনভাবে প্রকৃতির চোখরাঙানির
মুখে পড়তে হয়নি বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। উত্তর
চিনের বন্যায় যে ৬০ জনের অধিক মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে অর্ধেকেরও বেশি বেজিংয়ের
শহরতলিতে অবস্থিত এক বৃদ্ধাবাসের বাসিন্দা। এদিকে হেবেই প্রদেশে কমপক্ষে ৩১ জনের
খোঁজ মিলছে না। একটানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১টি গুরুত্বপূর্ণ রাস্তা। বিদ্যুৎ
সংযোগ বিচ্ছিন্ন হয়ে পরায় অন্ধকার নেমেছে ১৩৬টি গ্রামে। উদ্ধারকারী দল হেলিকপ্টার
ব্যবহার করে আটকে পড়া লোকজনকে বের করে আনছে বলে জানা গিয়েছে।সব মিলিয়ে পরিস্থিতি
অত্যন্ত উদ্বেগজনক বলে জানা গেছে।
Akb tv news
01.08.2025