নিজস্ব প্রতিনিধি,
শুক্রবার রাজধানীর প্রজ্ঞা ভবনের কনফারেন্স হলে কর্ডিনেশন মিটিং কাম ডিজেষ্টার
ম্যানেজমেন্টের উপর এক কর্মশালার আয়োজন করা হয়।পশ্চিম ত্রিপুরা জেলার সকল ক্লাব গুলিকে
নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পশ্চিম ত্রিপুরা জেলার ডিষ্ট্রিক্ট ডিজেষ্টার ম্যানেজমেন্টে
অথোরিটি এই কর্মশালার উদ্যোক্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা
শাসক ডঃ বিশাল কুমার, সদর মহকুমা শাসক মানিক লাল দাস ও মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত
সহ প্রশাসনিক আধিকারিকরা। অনুষ্ঠানে জেলা শাসক বলেন, পশ্চিম ত্রিপুরা জেলার অধিন যত
গুলি ক্লাব আছে আনুমানিক ১৫০টি ক্লাবকে এই কর্মশালায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো
হয়েছে। এই ক্লাব গুলির মাধ্যমে আমরা চেষ্টা করব যে কিভাবে প্রাকৃতিক দুর্যোগ কালিন
সময়ে তারা কাজ করবে। গত বছর আমরা দেখেছি যে কত গুলি ক্লাব অনেক ভাল কাজ করেছে। অনেক
মানুষের প্রান বাঁচিয়েছে। পাশাপাশি জিনিসপত্রও রক্ষা করেছে বলে তিনি জানান।
Akb tv news
01.08.2025