নিজস্ব প্রতিনিধি,
কম বয়সে বিয়ে দেওয়ার পরিণতি।নিজের জীবন দিল এক তরুণী গৃহবধু। মৃতার বাবার বাড়ির পরিবার পরিজনদের অভিযোগ পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে তাদের মেয়েকে। এই ঘটনায় উত্তপ্ত বিশালগড় মহকুমা হাসপাতাল চত্বর। অভিযোগ, শুক্রবার মৃতদেহ বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে দুপুর দুটো পর্যন্ত ডাক্তারের দেখা নেই। এক সময় ডাক্তারের অনুপস্থিতি উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।জানা গেছে, তিন বছর আগে কমলাসাগর বিধানসভার গকুলনগর আদর্শ কলোনী এলাকার গোপাল দেবনাথের ছেলে রাজু দেবনাথের সঙ্গে সামাজিক রীতি অনুযায়ী বিবাহ হয় আগরতলা মলয় নগর এলাকার শংকর দেবনাথের ১৯ বছরের মেয়ে শিউলি দেবনাথের। মৃতার পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে স্বামী, শশুর ও শাশুড়ি মিলে খুন করেছে শিউলিকে।এদিকে, শিউলির পিতা অভিযোগ করেন, বিয়ের দু’মাস পর থেকেই তাদের সাংসারিক জীবনে ঝামেলা চলছিল। বিয়ের দু’মাস পর থেকে ১১ মাস শিউলি তার বাবার বাড়িতে ছিল। পরবর্তী সময়ে উভয় পরিবারের মীমাংসার মাধ্যমে শিউলিকে তার স্বামীর বাড়িতে আনা হয়। শুক্রবার সকালে স্বামীর বাড়িতে নিজের জীবন দেয় গৃহবধূ শিউলি।জানা যায় শিউলির শ্বশুর বাড়ির লোকজন পুলিশকে না জানিয়ে মৃতদেহ বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এদিকে, খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।এই ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছে মৃতার বাপের বাড়ির লোকজনেরা।
Akb tv news
01.08.2025