নিজস্ব প্রতিনিধি,
একটাই লক্ষ্য ভারতের অর্থনীতিকে বিপদে ফেলা। তাই এই লক্ষ্য পূরণে ৫০ শতাংশ শুল্কের কোপ বসিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে কোমর বাঁধছে ভারত। দেশের অর্থনীতি যে সঠিক পথেই চলছে মঙ্গলবার দিল্লিতে ‘সেমিকন ইন্ডিয়া ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সেই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধির রিপোর্ট তুলে ধরে নরেন্দ্র মোদি জানান, “বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও দেশের আর্থিক প্রবৃদ্ধির হার ৭.৮ শতাংশ।”জাপান ও চিন সফর সেরে সোমবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে দিল্লির অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভারতের অর্থনীতি প্রত্যাশার চেয়ে বেশি সাফল্য অর্জন করেছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক স্বার্থপরতা যখন চরম আকার নিয়েছে। উদ্বেগ ও চ্যালেঞ্জ প্রবলভাবে বেড়েছে, ঠিক সেই সময় প্রথম ত্রৈমাসিকে ভারতের আর্থিক বৃদ্ধি পৌঁছে গিয়েছে ৭.৮ শতাংশে।” প্রধানমন্ত্রী বলেন, “যেখানে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ছিল ৬.৫ শতাংশ সেখানে ৭.৮ শতাংশ নিঃসন্দেহে বড় সাফল্য। উৎপাদন, পরিষেবা, কৃষি, নির্মাণ-সহ সমস্ত ক্ষেত্রে আর্থিক বৃদ্ধি ঘটেছে। ভারত যে গতিতে এগিয়ে চলেছে তা দেশের নাগরিকের মধ্যে নতুন শক্তি সঞ্চার করেছে। এই রিপোর্টে স্পষ্ট যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির পথে ভারত সঠিক ভাবে এগোচ্ছে বলে তিনি জানান।”
akb tv news
02.09.2025