নিজস্ব প্রতিনিধি,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে কেন্দ্র করে ১৭ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে বুধবার দুটি কর্মসূচি রয়েছে। সেই বিষয়কে সামনে রেখে আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ সকল কর্পোরেটর ও কাউন্সিলররা। অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে মেয়র বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আগামীকাল থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামীকাল দেবশিল্পী বিশ্বকর্মা পূজা, তাই বেশিরভাগ জনগণ ব্যস্ত থাকবেন। তাই সকলে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে যেন সফল করে তুলেন তার জন্যেই এদিন চূড়ান্ত পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
akb tv news
16.09.2025