আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    হ্যাপিয়েস্ট আওয়ার’ বার লাইসেন্স বাতিল করল পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ll AKB tv news

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    এবার হ্যাপিয়েস্ট আওয়ার’ বার লাইসেন্স বাতিল করল পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। শীঘ্রই মজুত সব মদ, মূল লাইসেন্স ও সিসিটিভি ফুটেজ এক্সাইজ সুপারের কাছে জমা দেওয়া নির্দেশ দিয়েছে। মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার আবগারি কালেক্টর ডা. বিশাল কুমার এক আদেশ মূলে জানান, লাইসেন্সধারী গৌতম দেবনাথ একাধিকবার আবগারি আইনের শর্ত ভেঙেছেন।এদিন সাংবাদিকের মুখোমুখি আবগারি কালেক্টর ডা. বিশাল কুমার বলেন, গত ৬ই সেপ্টেম্বর রাত ১১টার পরও ওই বারে মদ পরিবেশন ও পান চলছিল, যা লাইসেন্সের শর্তবিরোধী। এমনকি অনুমতি ছাড়াই গভীর রাত পর্যন্ত ডিজে ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যা নাইট ক্লাব সংস্কৃতির আকার ধারণ করেছিল। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায়ও এ তথ্য প্রমাণিত হয়েছে।এছাড়া লাইসেন্সধারী বারের কর্মরত কর্মীদের তালিকা জমা দেননি, শো-কজ নোটিশেরও উত্তর দেননি। ফলে এটি প্রমাণিত হয়েছে যে, তিনি ইচ্ছাকৃতভাবে নিয়ম-কানুন লঙ্ঘন করেছেন বলে তিনি জানান।






    akb tv news 

    16.09.2025

    3/related/default