নিজস্ব প্রতিনিধি,
অবশেষে ডুবরীর সাহায্যে নদী থেকে উদ্ধার হল খুনে ব্যবহৃত ছুরি!বিলোনিয়া সাতমুড়া সিএমও অফিস সংলগ্ন এলাকার গৃহবধূ কণা দেবনাথ দাস হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয় মঙ্গলবার। মামলায় অভিযুক্ত তার স্বামী মহম্মদ মিয়া এবং দুলন দাসের স্বীকারোক্তি মূলে এবং তাদের উপস্থিতিতে রতন মনি সেতুর নিচে মুহুরী নদী থেকে সেই অস্ত্র খুঁজে বের করে তদন্তকারীরা।
akb tv news
16.09.2025