আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ‘প্রবাহ’ সাহিত্যপত্রের শারদ সংখ্যার মোড়ক উন্মোচনঃ আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    বিশেষ সংবাদদাতা, আগরতলা,আরশিকথাঃ


    ২৮ ’শে সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠীর সন্ধ্যায় রাজ্যের স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব কমলা রঞ্জন ভট্টাচার্য্যের খোয়াইস্থিত নিজ বাসভবনে ‘প্রবাহ’ সাহিত্যপত্রের সপ্তম বর্ষে শারদ সংখ্যা ২০২৫ তথা দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক অভিজিৎ দত্ত ভৌমিক‚ আহ্বায়ক ছিলেন ‘প্রবাহ’ সাহিত্যপত্রের সম্পাদক তথা সুপরিচিত কবি ও সাংবাদিক দীপাঞ্জন ভট্টাচার্য্য‚ এবং এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহকর্তা কমলা রঞ্জন ভট্টাচার্য্য।

    সঙ্গীতশিল্পী দেবাদৃতা ভট্টাচার্য্য উদ্ভোধনী সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে ঘরোয়া অনুষ্ঠানের শুভসূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক দীপাঞ্জন ভট্টাচার্য্য। তারপর অনুষ্ঠানে উপস্থিত সকলে মিলে ‘প্রবাহ’ শারদ সংখ্যার মোড়ক উন্মোচন করেন। এরপর বক্তব্য রাখেন প্রধান অতিথি অভিজিৎ দত্ত ভৌমিক‚ সংক্ষিপ্ত আলোচনা রাখেন বরিষ্ঠ কবি প্রিয়তোষ ঘোষ। স্ব-রচিত কবিতা পাঠ করেন বরিষ্ঠ কবি প্রণব কান্তি চৌধুরী‚ মনোজিৎ দত্ত ও নবীন কবি গৌতম অধিকারী। সমগ্র অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন রাজ্যের স্বনামধন্য কবিসাহিত্যিক সৌর প্রতিম শর্ম্মা। সবশেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখার মধ্য দিয়ে নাতিদীর্ঘ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি কমলা রঞ্জন ভট্টাচার্য্য। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক অতনু দত্ত‚ বরিষ্ঠ কবি প্রিয়তোষ ঘোষ‚ প্রণব কান্তি চৌধুরী‚ মনোজিৎ দত্ত‚ দীপেন নাথ শর্ম্মা‚ সুব্রত আচার্য্য‚ সুমিতা রায়‚ তরুণ প্রজন্মের বিশিষ্ট কবি সৌর প্রতিম শর্ম্মা‚ যশপাল সিং‚ সুদীপ পাল প্রমুখরা। ‘প্রবাহ’ সংস্কৃতির শহরে সাহিত্য চর্চার গতিধারাকে তরান্বিত করেছে‚ সমৃদ্ধ করেছে। সমস্ত বিশিষ্টজনদের উপস্থিতি ও অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সর্বতভাবে সফল হয়ে উঠেছে।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ৩০শে সেপ্টেম্বর ২০২৫

     

    3/related/default