মান্দাই মণ্ডল অফিসে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ
মানিক সাহা। বুধবার এব্যাপারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, মান্দাইয়ে
আমাদের মণ্ডল অফিস পুড়িয়ে দিয়েছে। কি হচ্ছে এগুলো। একটা চক্রান্ত চলছে। এর পেছনে অনেক
লোক আছে। এই অবস্থায় আমি বলব যে, আইন আইনের পথে চলবে। এব্যাপারে আমরা যে সিদ্ধান্ত
নিয়েছি, সেই সিদ্ধান্ত অনুসারেই চলব বলে প্রতিক্রিয়ায় তিনি জানান।
akb tv news
24.09.2025

