আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শ্রদ্ধার্ঘ্য –প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী (৭৫ তম শুভ জন্মদিনে) ঃ জয়দীপ চট্টোপাধ্যায়, কোলকাতা

    আরশি কথা

    শ্রদ্ধার্ঘ্য –প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 

    (৭৫ তম  শুভ জন্মদিনে) 


     

    আজ ভাদ্র সংক্রান্তি…

    যেদিন বিশ্বকর্মাদেবকে আহ্বান করেন কারিগর, শ্রমজীবী, শিল্পী—

    ঠিক সেই দিনে জন্মেছিলেন এক জনসেবক,

    যিনি নিজের জীবন উৎসর্গ করেছেন মাতৃভূমির জন্য।

    তিনি— আমাদের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী।


    জাতির সেবায় যিনি অদম্য,

    আত্মনির্ভর ভারতের স্থপতি,

    তিনি দেখিয়েছেন—

    দেশের শক্তি শুধু অর্থনীতিতে নয়,

    দেশের শক্তি মানুষের হৃদয়ে, মানুষের আত্মবিশ্বাসে।


    জনধন যোজনা— কোটি কোটি মানুষকে যুক্ত করেছে ব্যাংকের সঙ্গে,

    উজ্জ্বলা যোজনা— ধোঁয়ামুক্ত রান্নাঘরে এনেছে সম্মানের আলো,

    আবাস যোজনা— স্বপ্ন দেখিয়েছে গৃহহীনকে ঘরের।

    সংস্কারের সাহসী পথে তিনি হাঁটিয়েছেন ভারতকে—

    নোটবাতিল, জিএসটি, তিন তালাকের অবসান,

    কাশ্মীরের বুকে ৩৭০ ধারার অবসান—

    সবখানেই ধ্বনিত হয়েছে নতুন যুগের সূচনা।


    কোভিডের নিকষ অন্ধকারে তিনি শুধু আশ্বাস দেননি,

    গড়ে তুলেছেন সুরক্ষা.. ভ্যাকসিনের ঢাল—

    যা শুধু ভারত নয়, পৃথিবীর কোটি কোটি  প্রাণকে বাঁচিয়েছে।


    সার্জিক্যাল স্ট্রাইক, বালাকোটের অগ্নিশপথ, অপারেশন সিঁদুর, দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিয়েছে— আজকের ভারত কখনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না,

    ন্যায়ের পক্ষে হিমালয়ের মত 

    বজ্রকঠিন থাকবে অটল সংকল্পে।


    আন্তর্জাতিক মঞ্চে তাঁর কণ্ঠে শোনা যায় ভারতের আত্মবিশ্বাস

    জি–২০, রাষ্ট্রসঙ্ঘ, বা প্যারিস চুক্তি—

    সর্বত্র তাঁর কণ্ঠে উচ্চারিত হয়

    “বসুধৈব কুটুম্বকম”—

    পৃথিবী এক পরিবার, আমরা সবাই এক মানবগোষ্ঠী।


    কঠিন এই দেশনেতার অন্তরে আছে এক আধ্যাত্মিক স্রোতধারা..

    তিনি চান— প্রযুক্তি হোক উন্নতির সোপান,

    মানুষ হোক মানবিক, আত্মনির্ভর, প্রীতিময়।

    এক আকাশের নিচে আমরা সবাই মর্যাদায় বাঁচি,

    সত্য, ন্যায় আর সহাবস্থানের ঐতিহ্যে।


    আজ তাঁর পঁচাত্তরতম জন্মদিনে

    আমাদের একান্ত প্রার্থনা—

    হে পরম করুণাময়, তুমি তাঁকে দাও সুস্বাস্থ্য, দীর্ঘ  কর্মময় জীবন।

    তিনি যেন আলোকিত করেন আগামীর পথ,

    যাতে ভারতবর্ষ এগিয়ে চলে

    সাম্য, প্রগতি, মানবতা ও আত্মনির্ভরতার শিখরে।


    আজ ১৪০ কোটি ভারতবাসীর কণ্ঠে একটাই উচ্চারণ—

    “শুভ জন্মদিন, নরেন্দ্র মোদীজি!”

    আপনার হাত ধরেই

    উজ্জ্বলতর হোক ভারতবর্ষের আগামী।


    -------------------------------------------


    -জয়দীপ চট্টোপাধ্যায়, কোলকাতা


    আরশিকথা অতিথি কলাম

    ছবিঃ সৌজন্যে ইন্টারনেট

    ১৭ই ডিসেম্বর, ২০২৫


     

    • নবীনতর

      শ্রদ্ধার্ঘ্য –প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী (৭৫ তম শুভ জন্মদিনে) ঃ জয়দীপ চট্টোপাধ্যায়, কোলকাতা

    3/related/default