নিজস্ব প্রতিনিধি,
ফের শুল্কের ময়দানে বোমা ফাটালেন মার্কিন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সমস্ত বিদেশি সিনেমায় ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে
বলে ঘোষণা করলেন তিনি। তাতে বাদ যাবে না ভারতীয় সিনেমাও। সোমবার সমাজ মাধ্যম ট্রুথ
সোশ্যালে ট্রাম্প লেখেন, “বাচ্চার হাত থেকে যে ভাবে লজেন্স কেড়ে নেওয়া হয়, সে ভাবেই
আমেরিকার সিনেমা তৈরির ব্যবসায় ভাগ বসাচ্ছে অন্য দেশগুলি।” এর ফলে কতটা প্রভাব পড়বে
বলিউড এবং ভারতের আঞ্চলিক ভাষার সিনেমা ইন্ডাস্ট্রিতে?একাধিক সংবাদ মাধ্যমের
দাবি, গত মে মাসেই বিদেশি ছবিতে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
এবার সেই পথেই হাঁটতে চলেছেন। কিন্তু মূল প্রশ্ন হল, এর ফলে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে
ভারতীয় চলচ্চিত্র? উত্তর হল বেশ খারাপ প্রভাব পড়বে। যেহেতু বলিউডের হিন্দি ছবি বা
দক্ষিণ ভারতের চলচ্চিত্রের বিদেশের বাজারে মোট আয়ের ৩৫ থেকে ৪০ শতাংশ আসে আমেরিকা থেকে।
এবার বাস্তবেই ১০০ শতাংশ শুল্ক চাপানোয় বিপাকে পড়বেন ভারতীয় চলচ্চিত্রের প্রযোজকরা।
akb tv news
30.09.2025