আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রামকৃষ্ণ মিশনে আয়োজিত কুমারী পূজায় সাংসদ রাজীব ভট্টাচার্য।। AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধি,

    মঙ্গলবার ছিল মহাষ্টমী পুজা। এদিন রাজ্যের বিভিন্ন মন্দিরে মঠ কিংবা মিশনে কুমারী পুজাও অনুষ্ঠিত হয়। আগরতলার  ধলেশ্বর রামকৃষ্ণ মঠ মিশনে এদিন প্রথা অনুযায়ী কুমারী পুজা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই এই উপলক্ষে মিশনে দেখা যায় ভক্তদের উপচে পড়া ভিড়। এদিন মন্দিরে  সপরিবারে মায়ের কাছে পুজা দিতে যান সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি জানান দুর্গাপূজাকে কেন্দ্র করে কুমারী পুজা খুবই প্রাচীন। পুরান অনুযায়ী এই পুজা প্রচলিত রয়েছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের যে যে জায়গায় শাখা রয়েছে সেখানে এই কুমারী পুজা হয়ে থাকে। ধলেশ্বর রামকৃষ্ণ মঠ মিশনেও তদরুপ হচ্ছে। এদিন তিনি মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। যাতে এক ত্রিপুরা  শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে পারা যায়। 






    akb tv news 

    30.09.2025

    3/related/default