নিজস্ব প্রতিনিধি:
ক্ষমতায় আসার পর থেকে একের পর এক পদক্ষেপ
নিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফের একবার আছড়ে পড়ল ডোনাল্ড ট্রাম্পের শুল্কবাণ! এবার ওষুধের উপর ১০০ শতাংশ কর বসালেন।
এছাড়াও গৃহস্থালির নানা সামগ্রীর উপর ৫০ শতাংশ, আসবাবের উপর ৩০ শতাংশ এবং মালবাহী ট্রাকের
উপর ২৫ শতাংশ শুল্কের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর কথায়, আমেরিকার মাটিতেই
এসব পণ্য উৎপাদন করতে হবে। ফলে ভারতীয় ওষুধ রপ্তানিকারীদের বিপুল ক্ষতি হতে চলেছে।বৃহস্পতিবার
নিজস্ব সোশাল মিডিয়া ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, আগামী ১লা অক্টোবর থেকে সমস্ত সংস্থার
ওষুধের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে। যদি আমেরিকার মাটিতে সংস্থাগুলি ওষুধ উৎপাদন
না করে তাহলে শুল্কের কোপে পড়বে তারা। ইতিমধ্যেই
যেসমস্ত ওষুধ প্রস্তুতকারী সংস্থা আমেরিকায় উৎপাদনের কাজ শুরু করেছে, তারা শুল্কের
আওতায় পড়বে না। নতুন এই শুল্কহার প্রত্যেকটি দেশের জন্যই প্রযোজ্য। উল্লেখ্য, ভারত
থেকে বিপুল পরিমাণে ওষুধ আমেরিকায় রপ্তানি করা হয়। আগেই ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ
শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। এবার কেবলমাত্র ওষুধের উপর ১০০ শতাংশ শুল্ক বসানোয় বড়সড় সমস্যায় পড়বেন ভারতের ওষুধ রপ্তানিকারীরা।
akb tv news
26.09.2025