নিজস্ব প্রতিনিধি:
আসন্ন দুর্গা পূজাকে কেন্দ্র করে শুক্রবার আগরতলা পুর নিগম কার্যালয়ের কনফারেন্স
হলে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার,পুর
নিগমের কমিশনার ও ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা।বৈঠক
সম্পর্কে মেয়র বলেন, আমাদের পুর নিগমের ওয়ার্ড কাউন্সিলর অভিজিৎ ঘোষের অকাল প্রয়ান
হয়েছে। তার প্রয়ানে আমরা বৈঠকে নিরবতা পালন করি প্রথমে। দুর্গা পুজা আর মাত্র দু’দিন
বাকি। আগরতলা শহরের সার্বিক যে অবস্থা তা বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের কাছে জানব।জানার
পর কিছু যদি করার থাকে তাহলে এই দু’দিনের মধ্যে করে নেব বলে তিনি জানান।
akb tv news
26.09.2025