নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন রাজ্য সফরকে কেন্দ্র করে বৃহস্পতিবার জনপ্রতিনিধি এবং প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে মাতা ত্রিপুরাসুন্দরী মন্দির পরিসর পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। প্রসঙ্গত আগামী ২২ সেপ্টেম্বর প্রসাদ প্রকল্পের অন্তর্গত উদয়পুরের মাতা ত্রিপুরাসুন্দরী মন্দিরের নতুন পরিকাঠামো উন্নয়ন ও সৌন্দর্যায়ন প্রকল্পের উদ্বোধন করতে রাজ্যে পা রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উপলক্ষে এদিন মুখ্যমন্ত্রী , সাংসদ রাজীব ভট্টাচার্য , অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায় , উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মণ , জিলা সভাধিপতি দেবল দেবরায়, বিধায়ক অভিষেক দেবরায় ও বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ বিভিন্ন উচ্চ পদস্থ আধিকারিকদের নিয়ে যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেন। রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে এদিন পালাটনা OTPC হেলিপেড পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, মন্ত্রী কিশোর বর্মন, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রমুখ। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাজ্য সরকার সহ প্রশাসনের তৎপরতা এই সময় তুঙ্গে ।
akb tv News
18.09.2025