আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    NSRCC'তে ব্যাডমিন্টন চ্যাম্পিয়ানশীপের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বৃহস্পতিবার রাজধানীর NSRCC Indoor হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে Yonex Sunrise North East Zone Inter State and Zonal Badminton Championship-২০২৫ এর সূচনা হয়। প্রদীপ প্রজ্জ্বলন করে চ্যাম্পিয়ানশিপের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ওয়ার্ড কাউন্সিলর রত্না দত্ত, জিমনাস্ট দীপা কর্মকার ও ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সম্পাদক সুকান্ত ঘোষ সহ আরও অনেকে। অনুষ্ঠানে উত্তর-পূর্বাঞ্চলের সব কয়টি রাজ্যের খেলোয়াড়রা অংশ গ্রহন করেন।  এই ব্যাডমিন্টন চ্যাম্পিয়ানশীপ চলবে আগামী ৭ই সেপ্টেম্বর পর্যন্ত। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, খেলার মান উন্নত করতে হলে আগে খেলার পরিকাঠামো উন্নত করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রীড়া ক্ষেত্রে যুবাদের এগিয়ে আসতে এনকারেজ করে থাকেন। উনার জন্যই দেশ আজ ক্রীড়া ক্ষেত্রে এতটা উন্নত হয়েছে বলে তিনি জানান।




    Akb tv news 

    04.09.2025

    3/related/default