আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রাহুল গান্ধীর সমস্ত অভিযোগ ‘ভুল এবং ভিত্তিহীন’।। নির্বাচন কমিশন।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ফের একবার ‘ভোটচুরি’ নিয়ে দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন রাহুল গান্ধী। এবার তাঁর অভিযোগ, পরিকল্পনা মাফিক নির্দিষ্ট কিছু কেন্দ্রে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হচ্ছে, কোথাও আবার অবৈধ ভাবে ভোটারদের নাম ঢোকানো হচ্ছে। যদিও কংগ্রেস নেতার যাবতীয় দাবি ওড়াল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন জানাল, সাংবাদিক সম্মেলনে তোলা রাহুলের সমস্ত অভিযোগ ‘ভুল এবং ভিত্তিহীন’। এই সঙ্গে কমিশনের তরফে বলা হয়, কেউ অনলাইনে কোনও ভোটারের নাম মুছে ফেলতে পারে না। রাহুল গান্ধীর বক্তব্যের প্রতিক্রিয়ায় কমিশন স্পষ্ট করেছে, নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে কথা না বলে ভোটার বাতিল হয় না। তবে নির্বাচন কমিশন স্বীকার করেছে, কর্ণাটকের অলন্দ বিধানসভা কেন্দ্রে ভোটারদের নাম মুছে ফেলার কিছু ব্যর্থ প্রচেষ্টা হয়েছিল। বিষয়টি তদন্তের জন্য নির্বাচন কমিশন নিজেই একটি এফআইআর দায়ের করেছে। যদিও রাহুল অভিযোগ করেছেন, এই বিষয়ে সিআইডি তদন্তে সহযোগিতা করছে না কমিশন। এদিকে, কংগ্রেস সাংসদের অভিযোগ, “গত ১৮ মাসে সিআইডি নির্বাচন কমিশনকে ১৮টি চিঠি পাঠিয়েছে, যেখানে অভিযুক্তদের সফ্টওয়্যার, ফোন নম্বরের আইপি অ্যাড্রেস এবং ওটিপির বিবরণ চাওয়া হয়েছিল। যদিও কমিশন ওই বিবরণ দিচ্ছে না।” বোমা ফাটিয়ে রাহুল বলেন, “কারণ কান টানলে মাথা আসবে।”





    akb tv News 

    18.09.2025


    3/related/default