নিজস্ব প্রতিনিধি:
বুধবার রাজধানীর বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন
করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি দলের প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য
ও দলের নেতৃত্ব তাপস ভট্টাচার্য।সাংবাদিক সম্মেলনে বিজেপি দলের প্রবক্তা বলেন, ২০১৮
সালের আগে বাম জমানায় কর্মচারীদের মহার্ঘ ভাতা পাওয়ার জন্য কত যে মিছিল করতে হত। প্রায়
দুই চার মাস আগ থেকেই মিছিল শুরু হত। যার কারনে অফিসের কাজকর্ম ব্যাহত হত। আজকের দিনে
তা নেই। আমাদের সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়। আপনারা জানেন যে, এই সরকার আসার
সময় কি ধরনের আর্থিক বোঝা নিয়ে দায়িত্ব নিয়েছে। বামফ্রন্ট সরকার কি পরিমান ঋণের বোঝা
ছাপিয়ে দিয়ে গেছে। তারপরও এই সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে মহার্ঘ ভাতা দিয়ে চলেছে।
যাতে আর্থিক সাযুজ্য থাকে সেক্ষেত্রে স্বাভাবিক ভাবেই শতকরা হারটি আরও বড় হয় বলে তিনি
জানান।
akb tv news
24.09.2025

