নিজস্ব প্রতিনিধি:
আসন্ন দুর্গা পুজো। তাই পুজোর আগেই রাজধানীতে রাস্তা সারাই ও ড্রেন গুলোর কাজ সম্পন্ন করতে বুধবার পুর নিগমের মেয়র দীপক মজুমদার ও স্মার্ট সিটি প্রকল্পের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ নিগমের আধিকারিকরা শহর পরিক্রমা করেন। এদিন মেয়র তার প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় যান এবং রাস্তা ও ড্রেনের কাজ কতটুকু হয়েছে, সেব্যাপারে খোঁজ খবর নেন। এদিন সংবাদ মাধ্যমের সামনে মেয়র জানান, আগরতলা শহরে সার্বিক উন্নয়নের কাজ শুরু হয়েছে স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে। যেহেতু দুর্গা পুজা সামনে তাই রাস্তা সারাই ও ড্রেন গুলোর কাজ কতটুকু সম্পন্ন হয়েছে তা দেখতেই এখানে এসেছি। এখন আমাদের কাজ হল যতটুকু কাজ হয়েছে সেগুলি রেডি করে দেওয়া। যাতে পূজার সময় আসা যাওয়ার ক্ষেত্রে দর্শনার্থীদের কোন সমস্যা না হয় বলে মেয়র জানান।
akb tv news
24.09.2025

