নিজস্ব প্রতিনিধি,
উৎসবেও লক্ষ্যে অবিচল বিজেপি দল ! পেচারথলের উগলছড়ায় মন্ত্রী সান্তনা চাকমার উপস্থিতিতে বিজেপিতে যোগদান অব্যাহত । সামনেই ভিলেজ কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে ময়দানে নেমে পড়েছে বিভিন্ন দল। প্রত্যেকটি দলই যে যার মত করে মাঠ গোছাতে তৎপর। এরই প্রতিচ্ছবি দেখা গেল পেঁচারথলের উগলছড়ায়। মঙ্গলবার ২৩ পরিবারের ৬৩ ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করে। তাদের আনুষ্ঠানিক ভাবে দলে বরন করে নেন মন্ত্রী শান্তনা চাকমা। তিনি জানান তারা দলে যোগদান করায় দল আরও মজবুত হবে।
akb tv news
30.09.2025