নিজস্ব প্রতিনিধিঃ
দেবীপক্ষের আগে ১৫ দিন ধরে চলে পিতৃপক্ষ। ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে
আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি হল পিতৃপক্ষের সময়। তারপরই শুরু হয়ে যায় দেবীপক্ষ।
পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের স্মরণ করা হয়, তাঁদের সন্তুষ্ট করার জন্য এবং আত্মার
শান্তির জন্য, তর্পণ, পিন্ড দান, শ্রাদ্ধ কর্ম করা হয়ে থাকে। শাস্ত্র মতে, পূর্বপুরুষরা
এই সময়ে মর্ত্যে নেমে এসে তাঁদের বংশধরদের থেকে জল গ্রহণ করেন। সেই দিকে লক্ষ্য রেখে
রবিবার ছিল মহালয়া। এদিন সকাল থেকেই রাজ্যের
বিভিন্ন দিঘী তথা জলাশয়ে দেখা যায় পিতৃ পুরুষের উদ্দেশ্যে তর্পণ করার দৃশ্য। ভোর
রাত থেকেই রাজধানীর লক্ষ্মী নারায়ণ বাড়িতে ভিড় জমে যায় তর্পনের জন্য।বেলা বাড়ার
সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে দেখা যায়।এদিন মহিলারাও সকালে লক্ষ্মী নারায়ণ বাড়িতে পুজো
দিয়ে পরিবারের মঙ্গল কামনা করেন।
akb tv News
21.09.2025