নিজস্ব প্রতিনিধি,
সোমবার ছিল আলোর উৎসব দীপাবলি। দীপাবলিতে দেশবাসীকে খোলা চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে অপারেশন সিঁদুরের সাফল্য তিনি সরাসরি রামচন্দ্রকে উৎসর্গ করেছেন। একইসঙ্গে দেশে মাওবাদী দমনের সাফল্যের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। ওয়াকিবহাল মহলের মতে, আসন্ন বিহার বিধানসভা নির্বাচন। আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে অসম এবং বাংলায়। তার আগে তাৎপর্যপূর্ণভাবে ‘রাম-কার্ড’ খেললেন নরেন্দ্র মোদি। দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে মোদি লেখেন, “অযোধ্যায় রাম মন্দির নির্মাণের পর এটি দ্বিতীয় দীপাবলি। ভগবান শ্রী রামচন্দ্র আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শিক্ষা এবং সাহস দিয়েছেন। কয়েক মাস আগে অপারেশন সিঁদুরে আমরা তার স্পষ্ট উদাহরণ দেখেছি।” এছাড়াও এবছরের দীপাবলি কেন ‘বিশেষ’, চিঠিতে তার ব্যাখ্যাও করেছেন প্রধানমন্ত্রী।
akb tv news
21.10.2025

