১৯শে অক্টোবর রবিবার বিকাল চারটায় "আন্তর্জাতিক সাহিত্য ঘরানা"-র উদ্যোগে মেলারমাঠ "ঘরানা পরম্পরা সভা গৃহ" -তে "বিজয়া সম্মেলন" অনুষ্ঠান হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রিপুরার বিশিষ্ট সাহিত্যিক তথা প্রাবন্ধিক ও সংস্থার মুখ্য উপদেষ্টা ড. আশিস কুমার বৈদ্য এবং ড.বিথীকা চৌধুরী, নিয়তী রায় বর্মণ ও সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাহিত্যিক ও সংগঠক কামনা দেব।
স্বাগত ভাষণ রাখেন, সংস্থার সম্পাদক সসীম আচার্য্য মহোদয়।অনুষ্ঠান সঞ্চারিত করেন মৃণাল কান্তি পাল। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন পায়েল দাস,অঞ্জলী দাস, নিতাই শর্মা,ঝর্ণা সেনগুপ্ত। এছাড়া শ্রুতি নাটক পরিবেশন করেন সসীম আচার্য্য ও সুস্মিতা ধর এবং একাঙ্ক অভিনয়ে বিজয়া দশমীর শিশুমনের আবেগ ও প্রশ্নকে অভিনয় ও স্বরচিত কথনে সুন্দর প্রকাশ করেন সংগঠনের বর্ষীয়ান সদস্যা ঝর্ণা সেনগুপ্ত। সভায় গুণীজনের আলোচনা ও কবিতা গান নৃত্যের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে সংগঠনের নিয়মানুযায়ী চারজন সদস্যের জন্মদিন পালন মিষ্টি মুখ ও "ঘরানা পরম্পরা" শারদ অর্ঘ্য-১৪৩২ এর পুরস্কার বিতরণ হয়। এদিন কবি সন্ধ্যা ভৌমিক এর "কুসুমিতা" ম্যাগাজিনটিরও আত্মপ্রকাশ ঘটে।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
২২শে অক্টোবর ২০২৫

.jpeg)



.jpeg)