নিজস্ব প্রতিনিধি,
সুপ্রিম কোর্ট শুক্রবার ডিজিটাল গ্রেফতারের ক্রমবর্ধমান ঘটনাগুলিকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে, হরিয়ানার আম্বালায় এক প্রবীণ দম্পতিকে ভুয়ো আদালতের আদেশ ও তদন্তকারী সংস্থার নকল পরিচয় ব্যবহার করে ১.০৫ কোটি টাকা প্রতারণার ঘটনাকে “অত্যন্ত গুরুতর অপরাধ” বলে অভিহিত করেছে শীর্ষ আদালত। বিচারপতি সুর্যকান্ত এবং জয়মাল্য বাগচীর বেঞ্চ বলেন, আদালতের আদেশ ও বিচারকদের স্বাক্ষর জাল করে নিরীহ নাগরিকদের, বিশেষত প্রবীণদের, ডিজিটালি গ্রেফতার করার মত ঘটনা বিচারব্যবস্থার প্রতি জনসাধারণের বিশ্বাসের ভিত্তিকে নাড়িয়ে দেয়। সুপ্রিম কোর্ট জানায়, এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের ডিজিটাল প্রতারণার ঘটনা সংবাদ মাধ্যমে বহুবার উঠে এসেছে। আদালতের মতে,এই জাতীয় অপরাধের বিরুদ্ধে কেন্দ্রীয় ও রাজ্য পুলিশের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি, যাতে এই ধরনের সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পূর্ণ চক্রকে চিহ্নিত ও ধ্বংস করা যায়।
akb tv news
17.10.2025