ত্রিপুরার রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার পূর্ব পুরুষ বাংলাদেশী ছিলেন, তিনি ইতিহাস না জেনে ত্রিপুরার ভূমি পুত্র তথা রিয়াংদের বাংলাদেশী বলে বিরূপ মন্তব্য করেন বলে রাজ্যব্যাপী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচার করে চলেছে বিভিন্ন রাজনৈতিক দল। বৃহস্পতিবার বিজেপি সদর দপ্তরে সাংবাদিক সম্মেলনে এরকমই অভিযোগ করেন বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্ব। এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা তাছাড়াও উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি তথা এমডিসি সঞ্জীব রিয়াং ত্রিপুরা প্রদেশ সহ সভাপতি তথা এমডিসি বিমল চাকমা। প্রসঙ্গত গত ৮ই অক্টোবর মুখ্যমন্ত্রী মানিক সাহা এক অনুষ্ঠানে রাজ্যের রিয়াংরা নাকি বাংলাদেশের চট্টগ্রাম থেকে অনেক আগে ত্রিপুরায় এসেছিলেন বলে মন্তব্য করেন। সেই মন্তব্যের পর রাজ্যের আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে বিভিন্ন রাজনৈতিক দল।
পাশাপাশি মুখ্যমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে চলেছে তারা সে ব্যাপারে আজ এই সাংবাদিক সম্মেলন তীব্র নিন্দা জানায় বিজেপি জনজাতি নেতৃত্ব।আরশিকথা ত্রিপুরা সংবাদ
১৬ই অক্টোবর ২০২৫