নিজস্ব প্রতিনিধি,
বিশালগড় মহকুমা সহ বিভিন্ন বিধানসভার বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা সমাধানে বিদ্যুৎ দপ্তরের ইহা একটি যুগান্তকারী পদক্ষেপ। বিশালগড় মহকুমা গোকুলনগরে এই ১৩২ কেবি সাব স্টেশনের উদ্বোধন করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ! প্রায় ৪৯ হাজার পরিবার এতে উপকৃত হবেন বলে জানিয়েছেন দপ্তরের মন্ত্রী। ৪০ কোটি ১৮ লক্ষ টাকায় এই সাবস্টেশনটি তৈরি করা হয়েছে। বিশালগড়, গোলাঘাটি, কমলাসাগর সূর্যমণিনগর সহ আরো বেশ কয়েকটি এলাকার প্রায় ৪৯ হাজার বিদ্যুৎ গ্রাহক এই প্রকল্পের কারণে উপকৃত হবে। এদিন এই অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ্যে ছিলেন বিধায়িকা অন্তরা সরকার দেব সহ অন্যান্যরা।
akb tv news
17.10.2025