সল্টলেক রবীন্দ্র ওকাকুরা ভবনে অনুষ্ঠিত হলো কিরণ্যা'র বাৎসরিক' 'নান্দনিক সন্ধ্যা' । মঙ্গলবার ২৮ শে অক্টোবর ২০২৫ বহু জ্ঞাণী গুণী বিদগ্ধ মানুষের উজ্জ্বল উপস্থিতি ছিল প্রশংসনীয়। সংস্থার অধ্যক্ষা সম্পাদক প্রজ্ঞা পারমিতা অসাধারণ দক্ষতায় অনুষ্ঠানটি সম্পন্ন করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রখ্যাত আবৃত্তিকার মাননীয় গৌতম চক্রবর্তী ।
কিরণ্যা'র এই কর্মযজ্ঞে সভাপতির আসন অলঙ্কৃত করেন সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় এর পরিবারের পঞ্চম প্রজন্ম, প্রখ্যাত কবি জয়দীপ চট্টোপাধ্যায়। তিনি ঋষি বঙ্কিমচন্দ্রের সমাজবান্ধব ভাবনা ও কিরন্যার বহুমুখী প্রয়াস সম্পর্কে আলোকপাত করেন।নজরুল গবেষক ও সঙ্গীতশিল্পী ডা. দীপা দাসের পরিচালনায় সম্মিলিত কন্ঠে বন্দেমাতরম গানটি পরিবেশিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান বছর ঋষি বঙ্কিমচন্দ্র বিরচিত ভারতের রাষ্ট্রগীত 'বন্দেমাতরম ' রচনার সার্ধশতবর্ষ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার মুখ্য উপদেষ্টা নাট্যাভিনেতা কিংশুক চক্রবর্তী।গৌরবোজ্জ্বল উপস্থিতি ছিল স্বনামধন্য সারস্বত ব্যক্তিত্ব সতীনাথ মুখোপাধ্যায়ের ও বিশিষ্ট অভিনেতা বিপ্লব ঘোষ এর যিনি বর্তমানে HUMAN RIGHTS CPDR INDIA র All India Secretary,. কবি ও গীতিকার ড. গৌরাঙ্গ দেব ভার্মা । তিনি কথা ও কবিতায় বক্তব্য রাখেন। এছাড়া ছিলেন বিশিষ্ট প্রকাশক পঙ্কজ কুমার বসাক।
সভাপতি জয়দীপ চট্টোপাধ্যায় তার স্বাগত ভাষণে কিরণ্যা'র শিল্প সাংস্কৃতিক আঙিনায় ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গির বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন মূলত পিছিয়ে পড়া নবীন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চেতনা বিকাশের লক্ষে কাজ করাই আমাদের সামাজিক ব্রত। কিরণ্যা'র অধ্যক্ষা সম্পাদিকা প্রজ্ঞা পারমিতা বলেন নন্দন শিল্পের প্রসারে শিশু ও কিশোর কিশোরীর মনন বিকাশে কিরণ্যা আজ বিশেষ শিক্ষা ও সমাজ সেবা মূলক প্রচেষ্টায় লিপ্ত হয়েছে ।বিশেষ করে কিরণ্যা'র কাছে সুযোগের অপেক্ষায় পিছিয়ে পড়া ছেলে মেয়েদের সংগঠিত করে নান্দনিক কৃষ্টির মঞ্চ আলোকে তাদের এক টুকরো স্থান করে দেওয়া। সাথে সাথে সমগ্র বাংলা জুড়ে কিরণ্যা দুঃস্থ ও আর্তের সেবায় নিজেদের নিয়োজিত রেখে অসংখ্য ছেলে মেয়েকে স্বাবলম্বী করতে অঙ্গীকারবদ্ধ। এই প্রয়াসে কিরণ্যা' আজ পশ্চিমবঙ্গ সরকার নিবন্ধিত একটি সমাজ শিক্ষামূলক সাংস্কৃতিক প্রতিষ্ঠান।সমগ্র অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রজ্ঞা পারমিতার পরিচালনায় তাথৈ নৃত্য সংস্থা পৌলমী মুখার্জীর নৃত্য নির্দেশনায়' নারী' বিষয়ক নৃত্যাবৃত্তির যুগলবন্দী। শ্রুত্যনুপ্রাস (দুর্গাপুর) এর নিবেদনে ছিল কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ স্মরণ করে একটি মনোজ্ঞ চিত্র সংলাপ। এছাড়া কিরণ্যা'র শিশুদের দলগত নিবেদন "জাগবার দিন আজ". এবং.' ছুটির দিকে ছুটি ' । পিছিয়ে পড়া বাচ্চাদের নিয়ে কিরণ্যা'র অভিনব প্রয়াস মানুষ মানুষের জন্য উপস্থাপনাটি সকলের মন কেড়ে নেয়।
সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন অমিতাভ দত্ত ও রাখি ব্যানার্জি।
আরশিকথা দেশ সংবাদ
৩০শে অক্টোবর ২০২৫





